![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সদ্য তোলা একটি ফটো পাঠিয়ে দিলেম ডাকে
মাগো তুমি এই ফটোটা যতন করে রেখো
যায় না বলা কখন জানি মুখ পুড়ে হয় ছাই
তখন তুমি হাতে লয়ে ফটোখানি দেখো।
এইখানে মা যখন তখন পুড়ছে মানুষ গাড়ি
ঘরে-বাইরে চলাফেরায় কেউ নিরাপদ নয়
কখন জানি পেট্রোল বোমা উড়ে আসে গায়ে
সব সময়ের সঙ্গী এখন বাঁচা-মরার ভয়।
রাস্তাঘাটে বের হলেই এদিক সেদিক তাকাই
শঙ্কা মনে গাড়ীতে বসি আত্না নিয়ে হাতে
কেউ জানি না মৃত্যু কোথায় ঘাপটি মেরে বসা
কোন সুযোগে আগুন-বোমা কোলাহলে মাতে।
প্রতিটা দিন ইচ্ছে করে তোমার কাছে যাই
ভয় তাড়ানো বুকে মাগো একটু মাথা রাখি
বাড়ি ফেরার একটি পথও নয় নিরাপদ আজ
কখন জানি ফুড়ুৎ করে পালায় জীবনপাখি।
মোবাইলফোনে মা আমাকে বলেন ভাঙ্গাস্বরে
নামাজ পড়ে দোয়া করি সুস্থ বেঁচে থাক
দোয়া করি দেশটা আমার থাকুক দুধে ভাতে
কষ্টগুলো পষ্ট করে হাওয়ায় মিলে যাক।
২| ২৫ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫
আমি সাজিদ বলেছেন: চমৎকার কবিতা
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দোয়া করি দেশটা আমার থাকুক দুধে ভাতে
কষ্টগুলো পষ্ট করে হাওয়ায় মিলে যাক। ''------------তাই যেন হয়, দেশের মানুষ শান্তিতে বাস করুক