![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে প্রতিদিন মৃত্যুরা নৃত্য করে
প্রতিদিন করে মৃত্যুর আয়োজন;
গোছানো ব্রিফকেসটা হাতে নিয়ে রাস্তায় নেমো না প্রিয়তমা
গাড়িতে উঠেই যদি জ্বলে-পুড়ে ছাই হয়ে যাও
প্রেমের আগুনে পুড়ে পুড়ে বিশুদ্ধ হই আমরা;
অথচ প্রেম বুঝে না তারা।
তুমি কষ্ট করে নষ্ট করছ কঠিন সময়গুলো
আঙুলে তুমি প্যাঁচিয়ে ধরেছ অপেক্ষার প্রহরগুলো
তবুও তুমি নেমো না পথে আগুনে ছুঁবে গাঁ
দোহাই তোমার ব্রিফকেস হাতে রাস্তায় রেখো না পা।
©somewhere in net ltd.