![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর থেকে আর বের হবো না
ঘরেই থাকি চুপ
পা বাড়িয়ে যাবো যে কোথায়
বাইরে মৃত্যুকূপ।
হাসিমুখে মেয়ে বের হয়ে গেলো
বাবার হাতটি ধরে
লাশ হয়ে সে ফিরে এসেছে
মাটির ছোট ঘরে।
চিনে না কেউ সেই মেয়েকে
আগুনে হয়েছে ছাই
মানুষের হাতে মানবতা পুড়ে
আগুনে নিয়েছে ঠাঁই।
©somewhere in net ltd.