![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যখন আগে হাঁটো
হাঁটি আমি পিছে
আমি যখন সত্য বলি
তুমি বলো মিছে।
তুমি যদি ডানে চলো
চলি আমি বাঁয়ে
আমি যদি রোদে হাঁটি
হাঁটো তুমি ছায়ে।
আমি যদি ভালো বলি
বলো তুমি মন্দ
আমি যদি হাতটা মেলাই
তুমি করো দ্ন্দ্ব।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৩
শায়মা বলেছেন: মজার কবিতা ভাইয়া! তবে শেষলাইনে এসে আমিও তো দ্বন্দে পড়ে গেলাম!