![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিন্নি আমার বাইরে যাবে, সাঝ ধরেছে খুব
ঘুমিয়ে থাকা ইচ্ছেগুলোর, জাগলো কি যে লোভ।
মাথার আঁচল চিকন করে, নামিলে দিলো নিচে
এলোমেলো চুলের ফিতা, দুলছিল তার পিছে।
হঠাৎ আমার চোখ পড়েছে, পেটের কোষে ভাজ!
আদর করে বলেছিলাম, বাইরে কেনো আজ!
দোর-জানালা বন্ধ হলো, নেমে এলো রাত
নেমে এলো উপর থেকে, ইচ্ছে পুরণ হাত।
©somewhere in net ltd.