![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই যে দূরে চাঁদের বুকে, কালো মতন ছায়া
ওই খানেতে চোখ ফিরে যায়, ওই খানেতে মায়া
ওই দেখা যায় পুবের কোণে, মায়ের ছায়াখানি
ওই খানেতে জোছনারা সব, করছে কানাকানি।
এই যে আমি হাত বাড়ালাম, জোছনা আসে হাতে
ঘুম তাড়িয়ে মাকে দেখি, জোছনা ভরা রাতে।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৪
প্রথম বাংলা বলেছেন: এই যে আমি হাত বাড়ালাম, জোছনা আসে হাতে
ঘুম তাড়িয়ে মাকে দেখি, জোছনা ভরা রাতে।
সুন্দর