![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন বিয়ে করলে পাবেন, রেলের টিকিট ফিরি
সঙ্গে পাবেন বসার জন্য, আরামদায়ক পিঁড়ি।
ষাট বছরের করম চাচা, খুশিতে নাচায় ভুরু
হাটে মাঠে ঘাটে ঘাটে, পাত্রী খোঁজা শুরু।
পাত্রী পেয়ে করম চাচা, সাথে সাথে রাজী
পাড়ার লোকে আনল ডেকে, মস্ত বড় কাজী।
ভিড় ঠেলে, চাচা-চাচী, উঠল গিয়ে রেলে
বিনা টিকিটে দেশ ঘুরবেন, জানলা দিলেন মেলে।
টিকিট চেকার যেই বলল, টিকিটটা লন হাতে
বলল চাচা, কিশের টিকেট, বউ এনেছি সাথে।
চাচা-চাচীর ভাগ্য ভালো, সঙ্গে পেলেন পিঁড়ি
দেশটা ঘুরে বেজায় খুশি, এক্কেবারে ফিরি।
২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
কলমের কালি শেষ বলেছেন: বেশ মজার ছড়া । +
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩১
টর্চ বলেছেন: অসাধারন লিখেছেন, পইরা খুব মজা পাইছি।