![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম নেই আজকাল, আছে ভালোবাসা
এক হয়ে দুটি দেহ, পাওয়ার আশা।
আগেকার প্রেম ছিল, ধীরে বয়ে যাওয়া
হৃদয়ের প্রত্যাশায়, হৃদয়কে পাওয়া।
এখনতো চলে প্রেম, মাঠে ময়দানে
প্রেম চলে প্রেমহীন, যৌবনের টানে।
হাটে-মাঠে স্কুলে, রাস্তায় বাসে
প্রেম চলে দিনরাত, পশ্চিমা ধাঁচে।
প্রেম করে ব্যর্থতায়, কাঁদে না আর কেহ
হৃদয়ের সব প্রেম, খেয়েছে যে দেহ।
©somewhere in net ltd.