![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নয়া ভিক্ষুক নেমেছে পথে
বাড়ি বাড়ি চলে যায়
মাথা ও পিঠ হাতিয়ে তাঁরা
ভোট চায় ভোট চায়।
হঠাৎ করেই পাল্টে গেছে
চলন বলন ভোল
কথায় ও কাজে কাঁপছে শহর
হৃদয়ে দিয়েছে দোল।
কেউ নিয়েছে টোকাই কোলে
কেউ লয়েছে ঝাড়ু
বচন ভঙ্গী অতি চমৎকার
কথাতে নয় হারু।
কাণ্ড দেখে ভোটারেরা এখন
করছে নীরবতা
বলে যাও বাপু শুনছি আমরা
কথার পিঠে কথা।
২| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৮
অন্ধবিন্দু বলেছেন:
ভোটারেরা পড়লো মুশকিলে ...
৩| ১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনারা ঠিকই বলেছেন। ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
ব্লগার ফাহিম বলেছেন: দারুন লিখেছেন