![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওই দেখ দেখ, করে কি, করে কি
ঝাড়ু নিয়েছে হাতে;
ঝাড়ুর বাড়িতে, উড়ে ধুলিবালি
রাস্তা উঠেছে জাতে!
ঝাড়ুদার বলে, করেন কি স্যার
কাজেতে দেই না ফাঁকি
আমার কাজ আপনি নিলে
লজ্জার থাকে না বাকি!
ফাঁকি দেয় যারা ওই যে দেখুন
এসি দালানে থাকে
লালফিতা বাধা পড়ে আছে ফাইল
ধুলিমাখা মলিন তাকে।
ঝাড়ুর খুঁটি তাদেরই হাতে
তারাই উড়ায় ধুলি
আমরা কেবল নাঙ্গা শরীরে
অপবাদ নিই তুলি।
পারেন যদি ওইখানে যান
খুলে দিন লালফিতা
ঝট খুলে দিন সকল রহস্যের
ওইখানে হার-জিতা।
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালো লেগেছে
২| ২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫৯
জেন রসি বলেছেন: ফাঁকি দেয় যারা ওই যে দেখুন
এসি দালানে থাকে
লালফিতা বাধা পড়ে আছে ফাইল
ধুলিমাখা মলিন তাকে।
ভালো লেগেছে
২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগলো।
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: সত্যি ভাই অনেক ভাল লাগলো।