![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘরের কোনে পুরান ঘুড়ি লাটাই পুতুল
মলিন চোখে তাকিয়ে আছে আমার দিকে
হাত বাড়িয়ে যেই বলেছি “কাছে আসো আদর করি”
অভিমানে মুখ ফেরালো পুতুল-ঘুড়ি
আমি নাকি অনেকটাই বদলে গেছি।
পুতুলগুলো শিশুর মতন অভিমানি
চোখের পানি গড়িয়ে ওদের গাল ছুঁয়েছে
মুখের কথা চোখের জলে বলল ওরা।
দুটি পুতুল দস্যি মতন দুষ্টু পাজি
ওরা আমায় মারবে বলে ভাব দেখিয়ে
অশ্রুবিহীন চোখে কেমন তাকিয়ে আছে।
আহারে আমার লাটাই-ঘুড়ি, খেলার পুতুল
এতটা দিন তোদের ছেড়ে দূরে ছিলাম
হায় শিশুকাল, হায় শিশুকাল
কবে কোথায় হারিয়ে গেলো!
আয় বুকে আয় তোদের সাথে খেলা করি
আগের মতন আমি আবার শিশু হবো।
২| ২৩ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:২১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালো লালো। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৫০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর লেখা --- হুমমম শিশুকালে ফিরে যেতে পারলে কত মজাই না হতো