![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁকা বাঁকা পথে দেখুন হাঁটছে আমার ছড়া
হেঁটে হেঁটে গড়িয়ে চলে যায় না তাকে ধরা।
একটু হাঁটে একটু ছোটে একটু গড়ায় পথে
পেছন ছুটে ক্লান্ত আমি থামে না কোনো মতে।
যাবি কোথায়? দুষ্টু পাজি পথে নানান বাধা
ওই দ্যাখ দ্যাখ পথের মাঝে গর্ত এবং কাদা।
বাধার পথে লাফিয়ে চলে দুঃসাহসী ছড়া
পাড়ার মানুষ এক হয়েও যায় না তাকে ধরা।
চলছে তবু দুষ্টু ছড়া সরিয়ে পথের বাধা
চলছে চলুক ছড়া আমার ছড়ার শাহজাদা।
©somewhere in net ltd.