![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বনের বাঘ থাকুক বনে, ঘুড়ি উড়ুক নীল গগনে
পদ্মার আকাশে উড়ায়ে দিলাম, নানা রঙ্গের ঘুড়ি;
লাটাই ঘুড়ির মিলনমেলায়
মেতেছিলাম মজার খেলায়
কিশোরবেলার আনন্দটা
পেয়েছি পুরোপুরি।
বাঘের সাথে পাখির লড়াই, সাপ-বেঙে করছে বড়াই
ঘুড়ির যুদ্ধ বাধিয়ে দিলাম, লাটাই-সুতো টানি,
পাখির ডোরে প্যাঁচ লাগিয়ে
সাপ-মাছেরে দেই ভাগিয়ে
হল্লা করে লাটাই টেনে
ঘুড়ি কাছে আনি।
আহা! পদ্মাপাড়ে নীলাকাশে, খেলেছি ঘুড়িখেলা
হাতের মুঠোয় পেয়েছিলাম, একটি কিশোরবেলা!
©somewhere in net ltd.