![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাগো তুমি এইখানেত বসো
জোছনারা আজ মানছে না যে বাঁধ
গায়ে তোমার জোছনা মেখে দেবো
বলবে সবাই চাঁদ হেঁটে যায় চাঁদ;
নীলে নীলে ঘুরব মজা করে
তোমায় নিয়ে যাবো মেঘের বাড়ি
মেঘ মেয়েরা আসবে ছুটে ছুটে
পরিয়ে দেবে মেঘলা রংয়ের শাড়ী;
তোমায় নিয়ে যাবো পাহাড় চূড়ায়
পাহাড় তোমায় সবুজ মেখে দেবে
মাথার ওপর মেঘেরা যায় ভেসে
হাত বাড়িয়ে ইচ্ছে মতো নেবে;
হাওয়ায় হাওয়ায় নীল আকাশে উড়ে
দেখবে তুমি সাগর নদী বন
সাগর তোমায় ডাকবে আসো আসো
মাছ-পাখিরা হবে আপন জন;
বলবে যখন আয় চলে যাই বাড়ি
তোমায় আমি নেবো ধরে ধরে
তোমায় নিয়ে কেমনে যাবো জানো?
সাতরঙা রঙধণুটা চড়ে।
©somewhere in net ltd.