![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে যাচ্ছে হেঁটে
আলোক মিয়ার পুত
বনের ধারে যেতেই তার
সঙ্গি হলো ভূত!
আলতো হাতে খোঁচা মেরে
বলছে ভূতে দাঁড়া
ভয়ে ডরে শরীরটা তার
দিচ্ছে বিষম ঝাড়া।
হঠাৎ করে ভূতটা তেড়ে
সামনে এসে বলে
অনেক দূরে নিয়ে যাব
নানান ছলে বলে।
এইনা শুনে উর্দ্ধশ্বাসে
যেইনা দিল হাঁটা
থুতু ফেনায় ভিজিয়ে দিল
ভয় কাতুরে গাটা।
শর্দি জ্বরে কাঁপছে পুতে
করছে আবোল তাবোল
ডাবের পানি ফল ফলারী
খাচ্ছে ডাবল ডাবল।
আলোক মিয়া ক্ষেপে গিয়ে
আনলো কবিরাজ
ঝাড়ুর বাড়ি জুতা পেটায়
হচ্ছে নাকি কাজ।
কদিন বাদে ব্যথার গতর
উঠছে বেজায় ফুলে
ঘুম কাতুরে ছেলেটি তার
চায় না চক্ষু তুলে।
হেসে বলে কবিরাজে
হচ্ছে ভীষণ কাজ
ভূত পালালে ছেলেপুলে
দেখায় এমন লাজ।
হঠাৎ ক্ষেপে ধরল চেপে
কবিরাজের টুটি
আলোক পুতের কিল ঘুষিতে
খাচ্ছে লুটুপুটি।
খিল লাগিয়ে বেন্দা হাতে
আচ্ছা রকম মারে
কবিরাজি করব না বাপ
বলছে বারে বারে।
বলছে সবাই ও কবিরাজ
একি তোমার হাল!
রক্ত ঝরে নাকে মুখে
উঠে গেছে ছাল!
মারলো নাকি ভূত পেরেতে
কওনা খুলে আজ
নরম সুরে দীর্ঘশ্বাসে
বলল কবিরাজ-
ভূত পেত্নী নাইরে কিছু
মানুষ আসল ভূত
এ কথাটার পষ্ট প্রমান
আলোক মিয়ার পুত!
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ।
২| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৩৪
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল ছড়াটি।
৩| ৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ ।
৪| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৩৭
বাকা পথ বাকা চোখ বলেছেন: খুব সুন্দর
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৫ দুপুর ১:১৩
সরদার হারুন বলেছেন: আপনার ছড়াটি খুব সুন্দর হয়েছে ।
+++++++++++++++