![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেলাপোকা ভাবে তেলাপাখি হবে
পাখা আছে তাই উড়বে
যখন যেখানে যেতে মন চায়
পাখামেলে খুব ঘুরবে।
পাকঘর থেকে পাখা মেলে সে
উড়ে উড়ে গেলো বাইরে
মনে মনে ভাবে গেছি বহুদূর
পাকঘরে আর নাইরে।
একটু গিয়ে একটু থামে
লতাপাতা ধরে সামলায়
বেশি দূরে তার যাওয়া হয়নি
চিৎ হয়ে পড়ে গামলায়।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:১০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।