![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ দলগুলি
মন প্রাণ খুলি
সরে গেলো ধীরে ধীরে;
রোদ হেসে বলে
মেঘ গেলো চলে
আমরা এসেছি ফিরে।
রোদেরা এসে খেলা করে রোজ
হাঁসফাঁস করি তাপে;
মেঘ হেসে বলে, আরাম করো
বৃষ্টিকে ভরেছি খাপে।
রোদের পরে বৃষ্টিটা চাও
বৃষ্টির পরে রোদ
এতটুকু যদি বাড়াবাড়ি হয়
ভেবে নাও প্রতিশোধ!
২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৪
হাসান মাহবুব বলেছেন: ভালো।