![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অকারণ কে করে বারণ
মিছেমিছি মার খায়
শক্ত হাতে লাঠি নিয়ে মাতে
শিশুদের প্রাণ যায়।
শুরু ক্রন্দন মানব বন্ধন
মিডিয়াতে খবর আসে
হাতটা বাড়াই লাইনে দাঁড়াই
দুষ্টরা নীরবে হাসে।
শিশুরা শিশু তা বলে কি নিচু?
ছোট ভেবে মেরে ফেলি?
করেনারে কাজ মানবতা আজ
ভাগাড়ে দিয়েছি ফেলি?
শিশুরা শিশু, থাকবে না নিচু
দল বেধে হবে বড়ো
দাঁড়াবে তারা হবে দিশেহারা
ভয়ে হবে ঝড়োসড়ো।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: +++