![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবির ঘরে `কবি' না-হয়ে
হয়েছে এক পুত্র
ঘরে গিয়ে দেখি কবির গতরে
টাটকা মলমূত্র।
কখনো সে বুকে পেটে লয়ে
কখনো ঝাকায় দোলনায়
প্যান্টি তেনার স্তূপ পড়ে গেছে
ছোটখাটো এক আলনায়।
ছেলের ভাষা বুঝে গেছে কবি
পিতার ভাষাও ছেলে;
চাটগেঁয়ে ভাষায় কথা বলে তারা
হৃদয় দুয়ার মেলে।
ছেলের বাবা হয়েই কবি
দিয়েছে নতুন ব্যাখ্যা-
`ছেলেমেয়ে হলো খেলনা-পুতুল
আবেগে নিয়ম রক্ষা!'
২| ০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: স্বাগতম। শুভেচ্ছা নিন।
৩| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: কারে খোঁচাইলেন?
৪| ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: এক কবিকে।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৫
প্রামানিক বলেছেন: দারুণ পিতা পুত্র কথামালা। ধন্যবাদ