![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাতের মুঠোয় পেয়েও যাকে
লইনি হাতে টেনে
মনের মতো পেয়েও যাকে
নেইনি তাকে মেনে;
অবহেলার কষ্ট নিয়ে
যেই গিয়েছে দূরে
ইচ্ছে হলো এখনই যাই
তারই কাছে উড়ে।
গিয়েছিলেম, ততক্ষণে
অন্য আয়োজনে
পাইনি তাকে, হারিয়ে গেছে
বাঁচার প্রয়োজনে।
এমনি করে আসে যায়
আমার অনেক কিছু
হারিয়ে গেলে ছুটে বেড়াই
হারিয়ে যাওয়ার পিছু।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৮
হাসান মাহবুব বলেছেন: ভালো। +