![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ, একটি সকাল পেরিয়ে গেলো
অকারণে
তারপরেও সূর্য আমায় দিচ্ছে আলো
কী কারণে?
তারপরেও জানলা গলে বাতাস আসে
আমার ঘরে
অকারণে সকাল গেলো দুপুর যাবে
এমনি করে!
তা হবে না তা হবে না, একটা বিহিত
করতে হবে
সচল আমার হাত-পাগুলো কেন এমন
অচল রবে?
এই তো আমার হাত চালালাম মন চালালাম
অবশেষে
কষ্টগুলো পষ্ট হয়ে উবে গেলো ধীরে ধীরে
কাছে এসে।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৯
হাসান মাহবুব বলেছেন: +