![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে ছলছল জল করে খেলা
তার মাঝে শিশুরা ভাসিয়েছে ভেলা
ঢেউগুলো চুমু খায় ছোট ছোট ঘরে
মনে হয় এই বুঝি ভেঙ্গে ভেঙ্গে পড়ে।
কাজ নেই; বস্তিতে করে হাহাকার
কষ্টেরা জমে জমে হয়েছে পাহাড়
শিশুরা খেলা ফেলে মাকে ধরে কাঁদে
পাশে কারা নাচে গায়, ভবনের ছাদে!
পথে পথে বসে আছে ছোট ছোট কূপ
ছাদে বসে ছেলেমেয়ে বলে চুপ চুপ
ছোট ছোট গাড়ী এসে কাৎ হয়ে পড়ে
তাই নিয়ে ছাদবাসী কত মজা করে!
বাস করে শহরে সুখ দুখ মিলে
কেউ করে উপবাস কেউ খায় গিলে।
©somewhere in net ltd.