![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সন্ধ্যা হয় হয়
কালো কালো মেঘ ভেসে ভেসে যায়
কত দূর যাবে জানি না
উড়ে উড়ে যায় সাদা সাদা পাখি
কত দূর যাবে তাও জানি না।
আমিও এসেছি বহু পথ হেঁটে
আমিও হয়েছি পাখি!
কত দূর পথ যেতে হবে আর
মনে মনে তাই বলি বারবার
আর কত যাব; আর কত বাকি!
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: +