![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা নলা মুখে দে বাপ
পড়ালেখা বড় কষ্ট
চোখের কোনে কালি পড়েছে
দেখছি আমি পষ্ট।
সেই যে কখন বিকেলে আবার
আসবি ফিরে তুই
তোর প্রিয় খাবার রেধেছি দেখ
সজনে ডালে পুঁই।
আর কটা ভাত মুখে দিয়ে যা
এভাবে ছোটে না বাপ
মায়ের কথায় ভাত না খেলে
জানিস কত পাপ?
এই ভাবে মা খাইয়ে ছেলেকে
ইশকুলে পাঠাতো রোজ
ফিরতে যদি দেরী হতো তার
দেৌড়ে লাগাতো খোঁজ।
এখন ছেলেটার খবর নেয়ার
রইল না কেউ বাকি
সাত দিন হলো প্রাণ প্রিয় মা
অকালে দিয়েছে ফাঁকি!
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
হাসান মাহবুব বলেছেন: শেষটায় এমন ট্রাজেডি থাকবে ভাবি নাই।