![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম যেন সাগর এক
সীমাহীন জল
কুল নেই দুই ধারে
অথই অতল।
বয়ে চলে কুলু কুলু
থামে না চলা
কত কথা বুকে তার
যায় না বলা।
কত লোক কত ভাবে
মজেছে প্রেমে
কেউ কাঁদে কেউ বাধে
সোনালি ফ্রেমে।
কারো প্রেম নদী পথে
সাগরে মিলে
কারো প্রেম থেমে যায়
পুকুর-বিলে।
কারো প্রেম নীল নীল
হয় প্রজাপতি
স্বস্তির নিঃশ্বাসে
মেলে না গতি!!
©somewhere in net ltd.
১|
২৩ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
হাসান মাহবুব বলেছেন: মুটামুটি