![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিভাটুকু বিকাশের চেয়ে
নিজেকে প্রকাশে ব্যস্ত
নাম কামাইয়ের গুরুভারটুকু
করেছি প্রচারে ন্যস্ত।
প্রতিভা বিকাশের পথঘাট নয়
অতীব সোজাসাপটা
প্রতিভাকে রাখি ঘুম পাড়িয়ে
বাহিরে দেখাই খাপটা।
প্রচারের তোড়ে প্রতিভার মুখ
খুলে খুলে হয় বন্ধ
প্রচারের চেয়ে প্রতিভার জোর
কমে গেলে হয় দ্বন্দ্ব।
প্রচারে প্রসার করে করে আজ
উঠেছি পাহাড় চূড়ায়
তাড়াতাড়ি নামো প্রতিভা বলে
তাকালেই মাথা ঘুরায়।
প্রতিভা বিহীন প্রচারনাগুলো
আচমকা পড়ে খসে
কষ্টে ক্ষোভে আহত প্রতিভা
গোপনে কাঁদে বসে।
©somewhere in net ltd.