![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানলা খুলে বসে আছি একা
উঠবে কখন জোছনাভরা চাঁদ
চুপটি করে আপন মনে ভাবি
বাবা ধরার এই পেতেছি ফাঁদ।
কে জানি কে বলেছিল কবে
বাবা নাকি চাঁদের কোলে থাকে
জানলা খুলে বসে থাকা ছেলে
দেখেই নাকি হাত বাড়িয়ে ডাকে।
আকাশ ভরা জোছনা ঢেলে চাঁদ
বাবাকে নিয়ে আসছে ধীরে ধীরে
মেঘের মেয়ে দুষ্টু ভীষণ পাজি
বাবাকে তারা রাখছে কেন ঘিরে?
হঠাৎ করে মেঘ গিয়েছে সরে
চাঁদের মুখে ফুটল বাবার হাসি
আমায় দেখে উপুড় হলো চাঁদ
বাবার আদর পেলাম রাশি রাশি।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০০
হাসান মাহবুব বলেছেন: সৌন্দর্য হৈছে কবিতা।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১৪
মিনাক্ষী বলেছেন: ভালোই লাগলো