![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরু পথ ধরে হেঁটে হেঁটে আমি চলেছি অনেক দূর
জানি না আমি রাত পেরিয়ে কখন হয়েছে ভোর।
পথের দুপাশে ছিল বনফুল
আমাকে দেখে আনন্দে ব্যকুল
তাদের সাথে কথা বলে বলে
কত পথ আমি গিয়েছি যে চলে
একটি বারও মনে পড়েনি সকাল পেরিয়ে দুপুর!
এই ভাবে আমি পথে পথে হাঁটি
খালি পায়ে পায়ে ছুঁয়ে ছুঁয়ে মাটি
মাটি বলে ভাই কত দূর যাবে
পথের শেষ তুমি কি পাবে?
কতটুকু পথ এসেছ তুমি আর কতটুকু বাকি!
২| ৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২১
হাসান মাহবুব বলেছেন: +