নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

শরতের প্রার্থনা

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫

মেঘ তুমি পাহাড়কোলে ঘুমিয়ে পড়ো, যাও
আমি এখন আমার মতো সাজাই ভেজা মাটি
নদীর জলে পাল তুলে ঐ ছুটে চলে নাও
দেখো আমি নিজের মতো করছি পরিপাটি।

ওই যে দূরে কাশের বনে হাওয়ায় তোলে ঢেউ
ফুল যদি না ফোটে তবে দেখবে এসব কেউ?
ফিঙে, দোয়েল, কীটপতঙ্গ আরো অনেক পাখি
কাশবনেতে খেলবে তারা করবে ডাকাডাকি।

সাদা সাদা রঙ এনেছি বিলিয়ে দেবো বনে
জাগিয়ে দেবো সুখের পরশ সবার মনে মনে।
বকের মতন সাদা পালক নদীর কুলে কুলে
দেখবে চেয়ে অবাক হয়ে কাশের ফুলে ফুলে।

মেঘ তুমি বৃষ্টি হয়ে এসো না আমার বনে
মাটির বুকে কাশফুলেরা বিয়ের নতুন কণে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

আল ইমরান বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

২| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

বিএম বরকতউল্লাহ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার। ছন্দের প্যাটার্নটা এই কবিতায় অন্যরকম করেছেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.