![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইঁদুর দেখে বিড়ালগুলো
পাচ্ছে ভীষণ ভয়,
শেয়াল দেখে কুকুরগুলো
লেজ গুটিয়ে রয়।
গরু-মহিষ দিচ্ছে হানা
বাঘ-সিংহের পালে,
গুঁতো খেয়ে ওল্টে-পুল্টে
পড়ছে নদী-খালে।
পশুর মতন মানুষ যদি
পশুরুপী হতো,
লেজ গুটিয়ে সমাজ ছেড়ে
বনে চলে যেতো!
কেমন মজা হতো!
২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: হাঃ হা হাঃ একেবারে গোয়ালঘরে নিয়ে যেতেন!!
ঠিকই বলেছেন মি. ভিটামিন সি। ধন্যবাদ।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০০
ভিটামিন সি বলেছেন: গোয়ালঘর ছাড়া তাদের আর উপযুক্ত জায়গা পেতেন কোথায়? যেখানেই রাখতেন সেখানেই আমি বা আমার মতো জনতা দৌড়ানির উপর রাখতো। শুধুমাত্র গোয়ালঘরেই তারা ঠোলা বেষ্টিত হয়ে থাকতো নিরাপদ। এখন যেমন একটি বিশেষ দলের প্রতিনিধিদের রাখা হয়েছে, তখন সব দলেরই একই াবস্থা হতো।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১১
বিএম বরকতউল্লাহ বলেছেন: রাইট!
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬
ভিটামিন সি বলেছেন: তাইলে তো আমরাও (অপ)রাজনীতিবিদদের দৌড়ানি দিতে পারতাম। ফলে তারা নিরাপদ আশ্রয় লইতো গোয়াল ঘরে।