![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতঃপর
বর্ষার বিরুদ্ধে শরৎ ঋতু
মামলা দিয়েছে ঠুকে
তছনছ করে দিয়েছে তার
সাজানো বাগানে ঢুকে।
বৃষ্টিজলে কাশফুলেদের
বুক ছুঁয়েছে মাটি
এলোমেলো করে দিয়েছে সব
রইছে না পরিপাটি।
বর্ষা ভারী গোঁয়ার-গোবিন্দ
মানছেনা কোনো আইন
ঋতুরাজ তাকে সাজা দিয়েছে
করেছে কঠিন ফাইন।
বর্ষা মানে না আইন-কানুন
বৃষ্টি জলে সারা
মন ভাল নেই শরৎ ঋতুর
কষ্টে দিশেহারা।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: মামলা দিয়েছে ঠুকে
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০
rifat321 বলেছেন: খুব ভাল