![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পিতাহীন দুই ভাইবোন মিলে
সংসার ধরেছে টেনে
অসুস্থ মাকে খাওয়ায় তারা
পথ্য অষুধ এনে।
ইটের পরে হাতুড়ি চালিয়ে
স্বপ্ন দেখে তারা
হাসি ফোটাবে মায়ের মুখে
আনন্দে দিশাহারা।
একদিন তারা মজুরি পেয়ে
কিনেছে নতুন শাড়ী
হাতে দিলে পরে মায়ের মুখে
হাসিটা ফুটবে ভারী!
দেৌড়ে এসে মায়ের পাশে
শাড়ীটা দিয়েছে বেড়ে
কথা বলেনা, অভিমানী মা
গিয়েছে সকল ছেড়ে।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার মন্তব্যে আমি উৎসাহিত হলাম। ধন্যবাদ।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০১
সাহসী সন্তান বলেছেন: দৌড়ে এসে মায়ের পাশে
শাড়ীটা দিয়েছে বেড়ে
কথা বলেনা, অভিমানী মা
গিয়েছে সকল ছেড়ে।
-ভাই এইটুকু বুঝলাম না। এখানে কি আপনি এমন কিছু বুঝাতে চেয়েছেন যে, 'ঐ দুই ভাই বোন যখন শাড়ী কিনে এনে মায়ের পাশে বসে মাকে শাড়িটা দিতে গেছে তখন মা আর এই পৃথিবীতে নেই'?
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৩
বিএম বরকতউল্লাহ বলেছেন: জ্বী, ঠিকই ধরেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৩
কবীর হুমায়ূন বলেছেন: দুঃখময়তা কবিতায় সুন্দর করে তুলে ধরেছেন। ভালো লাগলো।