![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উফ্ গাড়ীগুলো চলছে না কেন? থেমে আছে
ইশ, কখন যাবো গাঁয়ের বাড়ি, দাদির কাছে?
দাদির হাতের পিঠা পায়েস খাব কখন?
দেরি হলে রাগে দাদি কাদলে, তখন?
দাদা নাকি ডাব পেড়েছে কয়েক হালি
দেরি কেনো? মনে মনে দিচ্ছে গালি।
পাশের বাড়ির চৈতি রতন দুষ্টু ভারি
ওরা যদি খেয়ে ফেলে, তাড়াতাড়ি?
গাড়িগুলো যায় না কেন, উড়ায়ে ধুলি?
জ্যামে পড়ে খোকা-খুকীর ভাবনাগুলি!!
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা আমারও। ভাল থাকবেন।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: কখন যাবো গাঁয়ের বাড়ি
আমিও কখন যাবো গাঁয়ের বাড়ি।
ভালো লাগলো।
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন ভাই।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ঈদের অগ্রীম শুভেচ্ছা।