![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুখেরা যখন আসে...
অযাচিত কষ্টগুলো পষ্ট হয়ে ভাসে
সুখের পিদিম নিভু নিভু দুখের রোষানলে
তপ্ত হয়ে লুটিয়ে পড়ে হলদে মরা ঘাসে।
সুখ চলে যায় সুখের দেখা
পাই না প্রয়োজনে
দুঃখ কেবল মেতে উঠে
দুখের আয়োজনে।
প্রভু
দুঃখটুকু থাকুক আমার
সুখটুকু দাও তাকে
যে-জন তোমায় অষ্টপ্রহর
অন্ধ ভাবে ডাকে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪০
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।