![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ চলে এলো...
এখনও আকাশে মেঘ-বৃষ্টি
প্রকৃতি এলোমেলো।
শহর ছেড়ে মানুষগুলো
যাচ্ছে গাঁয়ের বাড়ি
জ্যামে পড়ে আটকে আছে
হাজার হাজার গাড়ি।
গরুর হাটে গোবর-কাদায়
হোক না মাখামাখি
কষ্টগুলো ঈদের জন্য
আলাদা করেই রাখি।
দুঃখ যতো ঝেড়ে ফেলে
সুখটা মনে পুষি
জেগে থাকুক সবার মুখে
ঈদের আনন্দ খুশি।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০০
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।