![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন তাকে দেখি আড় নয়নে
সেও দেখে বোধ হয়
কলসির জল উথলি উথলি ওঠে
ভালোবাসে মনে হয়।
সেও ভাবে এমনই
আমার ভাবনা ছোঁয়না তাকে
তার ভাবনাও আমাকে
তার কলসির পানি উথাল পাথাল করে
আমার ভেতরে ওঠে ঢেউ
তার কলসির পানি নেচে উঠে কেনো
বুঝতে পারে না কেউ।
যখন বুঝেছি বেশ...
তারপর সে হারিয়ে গেলো
আমার জীবন খুব এলোমেলো
একদিন আমিও হলেম নিরুদ্দেশ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০০
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ বরকতউল্লাহ ভাই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪
অন্ধবিন্দু বলেছেন: যেনও এক অদৃশ্য প্রেম। বাহ্ !
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৭
বিএম বরকতউল্লাহ বলেছেন: ঠিক। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫২
ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর কবিতা ।