নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

চষে বেড়ায় দেশ

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

ওরা হন্যে হয়ে চষে বেড়ায় দেশ
জষ্ঠি মাসের রঙ্গিন মাছির মতো
একটু কোথাও মেলে যদি নাড়ু সন্দেশ;

চষে বেড়ায় বলে
কপালগুণে হঠাৎ হঠাৎ নাড়ুর দেখা মেলে।
গপাস গপাস গিলে ফেলে নাড়ু
লাঙ্গলখানা ভাঙ্গা বলে দেখায় সবাই ঝাড়ু।

না, না, না, ঠিক বলিনি ঠিক বলিনি
কোথাও মেলে তালি
হাতে গণে যায় বলা যায়
হবে তিনেক হালি।

এসব আমি দেখছি বসে বসে
কেমনে তারা জায়গা জমিন চষে
দেখে দেখে দিগবিদিকে জ্ঞান পালায় শেষে
শেষ হয়না নাড়ু-সন্দেশ ময়রা আছে দেশে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লাগলো ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.