![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাকের বাসায় ডিম পেড়েই
কোকিল পালায় কেন্?
ভাবতে গেলে দেখেছি ভেবে
লাগবে তত্বজ্ঞান।
কষ্মিনকালেও কাক-কোকিলের
হয় না মাখামাখি
দেখতে লাগে একই রকম
কালো বরণ পাখি।
কোকিলডিমে তা দিয়েই
ছানা ফোটায় কাক
প্রভুর বিধান ভাবতে গিয়ে
মাথায় খেলো পাক।
ঋতুর রাজা বসন্তকাল
কোকিল ডেকে আনে
কাকের ডাকে ত্যাক্ত মানুষ
কোকিল প্রিয় গানে।
চোখের সামনে প্রকৃতিতে
দেখছি লীলাখেলা
লুকিয়ে আছে এরই মাঝে
তত্বজ্ঞান মেলা।
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৪
গেম চেঞ্জার বলেছেন: তাই তো?
(ভাল লিখেছেন। চালায় যান।)
০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিন।
৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৭
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: চারদিকে হরেক রকমের মানুষ...কাক-কোকিলের মতোই মিল খুঁজে পাই মানুষের মাঝে...মন্দ মানুষগুলো মিশে থাকে অগনিত মানুষের ভীরে...
সুন্দর কাব্যকথনের জন্য ধন্যবাদ।
৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: ভালো বলেছেন। ধন্যবাদ।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০২
কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাক কোকিলের ডিমতত্ব
বেশ বলেছেন বক্তা;
আসলেই এক আজব লীলা
কে সেই মহান সত্তা!!!
৬| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: কে সেই মহান সত্তা!!! ধন্যবাদ।
৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৭
মামুন ইসলাম বলেছেন: সুন্দর কবিতা