![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ এখন সত্যিই অসহায়
সিটিং গাড়ীর চিটিং সেবায়
করছে হায় হায়।
কেউ কি দেখার নেই?
দ্বিগুণ ভাড়া নিচ্ছে কেড়ে
প্রতিবাদে ঘুষি কিলে
পাবলিক হারায় খেই।
ফিটনেসবিহীন গাড়ীগুলি
মানুষ নিয়ে দুলছে
উল্টাপাল্টা ভাড়া নিয়ে
মালিকেরা ফুলছে।
এই ভাবেই ঢাকার মানুষ
রাস্তাঘাটে চলেই বেহুঁশ
মাস ফুরাবার আগেই সবার
পকেট হয়রে খালি;
রোড-গাড়ীতে যুদ্ধ করে
দেৌড়ে গিয়ে অফিস করে
মনের কষ্ট মনেই রেখে
নিজেরে দেয় গালি।
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনার ক্ষোভের কথার সাথে একমত। ধন্যবাদ।
২| ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো।
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা নিবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
হাসান মাহবুব বলেছেন: আমি মনে করি ঢাকায় কোন সিটিং গাড়ির সিস্টেম থাকা উচিত নয়। বিশেষ করে অফিস টাইমে প্রতিটা বাস পুরোপুরি ভর্তি হবার আগ পর্যন্ত যাত্রী নিতে বাধ্য থাকবে। প্রতিদিন অফিস শেষে বাড়ি ফেরার পথে গাড়ি পেতে বিড়ম্বনার প্রেক্ষিতে অনেক ক্ষোভের সাথে কথাগুলো বললাম।