![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই শহরে বৃষ্টি আসে
একটু থেমে থেমে
জমাটবাধা ময়লা পানি
আচমকা যায় নেমে।
ঘরবন্দী শিশুরা এসে
পা বিছিয়ে খেলে
বৃষ্টিভেজা এই শিশুরা
স্বপ্নে দুচোখ মেলে।
স্বপ্ন দেখে পানির মতো
গাড়িও গেছে সরে
পথ হয়েছে সবুজ মাঠ
মাঠে খেলা করে।
একটি গাড়ি দুটি গাড়ি
আসে সারি সারি
স্বপ্ন ভেঙ্গে এই শিশুরা
ফিরে যায় বাড়ি!
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৮
অমিয়েন্দ্র বলেছেন: স্বপ্ন ভেঙ্গে এই শিশুরা
ফিরে যায় বাড়ি!
আমরা কী এমন ব্যবস্থা করতে পারি না যাতে এসব ঘরবন্দী এসব সিশুদের স্বপ্নটা না ভেঙে যায়!?
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০০
মানবী বলেছেন: অদ্ভুত সুন্দর ছবি! কে তুলেছে জানতে ইছ্ছে করছে!
ছড়াটিও ভালো লিখেছেন।
আমাদের শিশুরা পানি নিয়ে খেলতে যায় ওটার কিংডম বা ওয়াটার পার্কগুলোতে আর শিশুদের কাছে পুরো পৃথিবীটাই ওয়াটার পার্ক! অদ্ভুৎ এক মন খারাপ করা ভালো লাগার অনুভূতি হলো ছবিটি দেখে, আন্তরিক ধন্যবাদ বিএম বরকতুল্লাহ্।