![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধখানা চাঁদ দেখে কোলের খোকা
কেঁদে-কেটে হয়রান যায় না রোখা।
চাঁদ কেনো আধখানা বাকিখানা কই?
এই নিয়ে মা’র সাথে করে হইচই।
বাবা এসে বলে খোকা, কান্না থামাও
পারো যদি চাঁদটাকে নিচেতে নামাও
ডেকে ডেকে হয়রান চাঁদ কি আসে
চাঁদমামা দূরে থেকে মুচকি হাসে।
চাঁদের হাসি দেখে খোকাও হাসে
হাসিগুলো ফুল হয়ে হাওয়ায় ভাসে
ফুলগুলো তারা হয় আকাশের বুকে
ছুটে এসে চুম খায় খোকার মুখে।
০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: শুভেচ্ছা রইল।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
হাসান মাহবুব বলেছেন: সাম্প্রতিক সময়ে লেখা পদ্যগুলির মধ্যে এটা বেশ টানলো।
৩| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি ছড়া । ভাল লেগেছে ।
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ