নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

কালো মেয়ে

১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০০

এক.
মেয়েটা কালো
সবকিছু ভালো
সমস্যা শুধু এই-
তার ব্যাপারে
যত কিছু বলি
কারোর প্রতি তার
বিশ্বাস নেই।

দুই.
করেন যদি প্রশংসা স্তূতি
প্রকাশ করেন নিজের অনুভূতি
সব কথাতেই তার সন্দে;
রং যার কালো
সে কতটা ভালো
কথাগুলো নিয়ে
ফেলবে বিষম দ্বন্দ্বে।

তিন.
কালো বলে তার বড় অবহেলা
বিয়ে করে নিলো এক হতভাগা
ছাইয়ের ভেতরে পেয়ে গেলো স্বামী
মহিয়সী এক নারী,
ঘরে ঘরে গিয়ে প্রশংসা যত
নাকে মুখে স্বামী বলে অবিরত
এত ভালো বউ এ গাঁয়েতে নেই
গরবে বলতে পারি।

চার.
সেদিন থেকে উন্নত হলো
কালো মেয়ের শীর
মহিয়সী সে, রচনা করে
সুখ ও শান্তির নীড়।











মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২

হাসান মাহবুব বলেছেন: যাক...শুভ সমাপ্তি। এমনটা কজনের ভাগ্যে জোটে!

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন। ভালো থাকুন। কালোর মাঝে ভালো দেখুন। হাঃ হাঃ হাঃ

২| ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৭

কানিজ রিনা বলেছেন: কাল মেয়ে যতই ভাল হোক দেখতেতো সে কালো।
তাই ছাই পেরেমীক হয়ে উঠল সাআআ,,মী।
পরোভূতত খাটাতে হয়ে গেল বিভীশিখা। সবাই
পরিচিত পরিজন দেখে ফেলল। তখন সহানুভূতির।
সংখাা বাড়ল,সবাই বুঝে ফেলল। কাল মেয়ের সাআআমী পেরেমীক থেকে বিভীশিখ। সামী পেরেমীক হয় নাই। যদি নাবুঝেন পরে বলবো,,,

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৩

বিএম বরকতউল্লাহ বলেছেন: কালো মেয়ে নিয়ে লিখেছি বলে
বানানের এমন দশা?
বিয়ের পরে প্রমিক সাজলে
হয়রে সুখের দশা।
ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৪

কানিজ রিনা বলেছেন: পেরেমীক যদি সাআআমী হয়ে উঠে সে হয়
বিভীশিখা। যদি সামী হয় পেরেমীক সে হয়
অভীশিখা।
ভাইজান আমার টেলিফোন বোডের অনেক অখখর
নাই। বানান গুল শুদদ হয়না।

৪| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭

মানুষ বলেছেন: বাঁচিল গোবু রক্ষা পেলো ধরা

৫| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১০

বিএম বরকতউল্লাহ বলেছেন: হা হাঃ হাঃ


ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.