![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাপলা দেখে মনে পড়ে গেলো
দুরন্ত কিশোরবেলা-
পাড়ার যত বন্ধু মিলে
আমাদের ছোটো চিনাদী বিলে
ব্যাঙের মতো লাফিয়ে পড়েছি
তপ্ত দুপুরবেলা।
তুলে এনেছি ডুবে ডুবে শাপলা শালুক ভেট
জলে ভেসে খেয়ে ওসব ভরে দিতাম পেট।
রাখালছেলে গরু নিয়ে
নামতো যখন বিলে
ডুবিয়ে দিতাম গরুর মাথা
দুষ্টু ক'জন মিলে।
বিলের পাড়ে ক্ষেতের আলে ডিম পেড়েছে হাঁসে
দেৌড়ে গিয়ে ছিনিয়ে নিয়ে লুকিয়ে রেখেছি ঘাসে।
আমাদের ত্রাসে অশান্ত জলে
কাঁপতো সারা বিল
দাপিয়ে বেড়াতো মাছরাঙা বক
ফিঙে ভুবন চিল।
সাঁতার কেটে পার হয়েছি পচিম থেকে পূবে
শাপলা নিয়ে ঘরে ফিরি সূর্য ডোবে ডোবে।
২| ১১ ই অক্টোবর, ২০১৫ ভোর ৬:৫১
বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনাকে অনেক শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ২:৩১
হাসান মাহবুব বলেছেন: ভালো।+