![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারে কেউ ছিল না সাথে
একা একা যাচ্ছি হেঁটে হেঁটে
আঁধার কেটে কেটে।
ভয়ে আমার গা ছম ছম করে
দোয়া-দরূদ পড়ছি মনে মনে
ওমনি দেখি আলোর মিছিল
ভয় জাগানো বনে।
ভয় গিয়েছে সরে
মিষ্টি আলো বৃষ্টি হয়ে
দূর করে দেয় কালো
দুঃসময়ে পেয়েছিলাম
জোনাকপোকার আলো।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
হাসান মাহবুব বলেছেন: এত লেখেন কী করে!