![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শরৎ বলে যাই যাই
হেমন্ত বলে আসি
বর্ষা বলে চিন্তা কীশের
আছি পাশাপাশি।
খুব সকালে দুর্বাডগায়
শিশির কণা হাসে
কাশফুলেদের পাঁপড়িগুলো
মুখটা লুকায় ঘাসে।
সেই যে কবে বর্ষাকালের
মেয়াদ হলো শেষ
এখনও মেঘ দাপিয়ে বেড়ায়
গোটা বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৯
হাসান মাহবুব বলেছেন: +