![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু বছর ধরে...
একটা কাছিম ডাঙায় উঠে
আদর নিতো কেড়ে
মায়ের আদর স্নেহ পেয়ে
উঠছিল সে বেড়ে।
মানুষগুলো ভাবতো তাকে
তাদেরই এক জন
নিখাদ আদর-ভালোবাসার
নিখাদ আয়োজন।
জলে ডাঙার ভালোবাসা
পড়লো বিষম ফাঁদে
বিদায়ক্ষণে মা-কাছিমে
চোখ ফুলিয়ে কাঁদে।
বাধ মানে না ভালোবাসা
কিম্বা আদর স্নেহ
মনের সাথে মন থাকে
আলাদা হয় দেহ।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
সুমন কর বলেছেন: মানবতার সুন্দর প্রকাশ। +।