![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা গিয়েছে কাজে
ছনের ঘরে একলা একা
বসে থাকে খুকী
ভাল্লাগে না। ঘরের মেঝে
করে আঁকিবুকি।
স্বপন দেখে খুকী
মেঘে চড়ে উড়ে বেড়ায়
আকাশ ছুঁয়ে ছুঁয়ে,
ঘুম ভেঙে যায়।
মাথার উপর
পড়ছে পানি চুয়ে।
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
নাবিক সিনবাদ বলেছেন: ভাল্লাগলো পিলাচ+++