![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু তুমি এতই বেপরোয়া
মানুগুলো পাখী ভেবে
যেই করেছ ঠুস্
একটা শিশু লুটিয়ে পড়ে পথে
আচমকা সে উঠল রক্ত রথে
তখন তুমি ছিলে কতটা বেহুঁশ
অস্ত্র এবং আইন তোমার হাতে
কোথায় তোমার রইল মানবতা
যখন তখন যাকে তাকে মারো
এটা তোমার কেমন স্বাধীনতা?
তুমিই যখন নিলে না ভাই
তোমার নিজের যতন
কেউ জানে না কখন আসে
কার উথান-পতন।
©somewhere in net ltd.