নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়াশোনা করি। লেখালেখি করি। চাকরি করি। লেখালেখি করে পেয়েছি ৩টি পুরস্কার। জাতিসংঘের (ইউনিসেফ) মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১১ ও ২০১৬ প্রথম পুরস্কার। জাদুর ঘুড়ি ও আকাশ ছোঁয়ার গল্পগ্রন্থের জন্য অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ২০১৬।

বিএম বরকতউল্লাহ

জানতে চাই।

বিএম বরকতউল্লাহ › বিস্তারিত পোস্টঃ

খসড়া ছড়া

১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৯

ইচ্ছে করে এই শহরের অলিগলি পেরিয়ে
একটা দে্ৌড়ে শহর থেকে যাই কোথাও বেরিয়ে
সবুজ বন সবুজ পাহাড় রঙ্গীন প্রজাপতি
আয় না কাছে, এলে তোমার এমন কী আর ক্ষতি?

আমার বাড়ির দেয়ালগুলো উঁচু
হাঁটতে গেলে দেৌড়ে পালায় ছুঁচু
তিন তলাতে বারান্দাটার গ্রিল ফেলেছি খুলে
হাত বাড়ালো পাহাড় বন, পড়েছি হাতে ঝুলে।

গেলাম আমি সবুজ বনে সামনে অবুজ পাহাড়
ফুলপাখিদের সঙ্গে ঘুরে করছি আহার বিহার

খোলা হাওয়া ঢেউয়ের মতো যাচ্ছে হেলেদুলে
হঠাৎ আমার শরীরখানি উঠছে কেমন ফুলে।
একি!
বেলুন হয়ে গেলাম।
বন পেরিয়ে পাহাড় ছেড়ে উড়ছি আমি উড়ছি
হাত পা নেড়ে ইচ্ছা মতন এখানে সেখানে ঘুরছি।

মেঘ ভেসে যায় হাত বাড়িয়ে নিল তাদের দলে
তাদের সাথে জানিনা আমি কোথায় গেলাম চলে।

গুড় গুড় গুড় আওয়াজ করে মেঘ হয়ে যায় বৃষ্টি
একলা আমি হঠাৎ আমার পড়ল চাঁদে দৃষ্টি।

যাচ্ছি আমি চাঁদের দেশে যাচ্ছি প্রবল বেগে
আমায় দেখে মেঘের বুড়ি উঠল এখন জেগে।

দাদির মতন চাঁদ বুড়িটা দিল কত আদর
বসতে দিল নিজের হাতে ঝলমলে এক চাদর।

এখানে যাই সেখানে যাই দেখি পাহাড় মাটি
কখনও যাই উড়ে উড়ে কখনও বা হাঁটি।

এমনি করে ঘুরেফিরে এলাম মায়ের কোলে
বারান্দাটার গ্রিলটা তখন রয়েছিল ঝুলে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৯

নাবিক সিনবাদ বলেছেন: ভাল্লাগলো পিলাচ+++++

২| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ নিন। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.