![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেমন্তের ওই ঝিরিঝিরি হাওয়ায়
নাও ভাসালাম শান্ত নদীর জলে
বিকেলবেলার মলিন রোদের ছায়া
কেঁপে কেঁপে উঠছে পানির তলে।
নদীপাড়ের কাশের বাগানগুলি
দাঁড়িয়ে আছে ভাঙা হাটের মতন
সাদা ফুলের পাঁপড়ি খসে পড়ে
শরৎ নেই, কে নিবে তার যতন।
নতুন ধানের গন্ধ আসে ভেসে
চাষা চাষী বলছে কথা হেসে
উঠোন ভরা ধান মলমের ধুম
ব্যস্ত কাজে তাড়িয়ে সবার ঘুম।
গরুর চনা টাটকা গোবর গন্ধ
নিলাম টেনে লাগছেনারে মন্দ
উঠোন ভরা সোনার ফসল ধানে
খুশির ঢেউ লাগল প্রাণে প্রাণে।
©somewhere in net ltd.